ধূমকেতুদের ধরা হয় আমাদের সৌর জগতের অনেক প্রাচীন ঘটনার স্বাক্ষী হিসেবে। আর এবার প্রথম বারের মতো মানুষের নির্মিত কোন মহাশূন্যযান ধূমকেতুর উপর অবতরণ করতে যাচ্ছে। একটি ফ্রিজ আকৃতির রোবট ল্যাবেরটরি খুব শীঘ্রই একটি ইউরোপীয় স্পেস-প্রোবে করে পাঠানো হবে সৌর জগতের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ানোর জন্য।
এ সূক্ষ্ম প্রযুক্তিগত অভিযানের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এর মাধ্যমেই ইউরোপীয় মহাশূন্য সংস্থার পরবর্তী পর্যায়ের বিলিয়ন ডলারের মহাশূন্য কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে। এর মাঝেই মহাশূন্যযানটিকে সক্রিয় করে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে।
এটাকে ২০১১ সালে সাময়িকভাবে নিষ্ক্রিয় বা sleep মোডে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে শক্তি সাশ্রয় করা যায়। এটাকে সক্রিয় করতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। সেই সাথে এর সার্বিক ব্যবস্থাপনা ও এর সিস্টেম উন্নয়নের জন্য কাজ করা হবে। এরপরই এটার ঐতিহাসিক যাত্রা শুরু হবে 67P/Churyumov-Gerasimenko ধূমকেতুর উপর অবতরণের জন্য।