সম্প্রতি 'ওয়াটারজেন' নামের একটি ইসরাইলি কোম্পানি বায়ু থেকে পানি তৈরি করার কৌশল উদ্ভাবন করেছে। যা মূলত যুদ্ধক্ষেত্রে থাকা সৈনিকদের জন্য অনেক উপকারী হবে।
'ওয়াটারজেন' নামক কোম্পানিটি বায়ুস্তরের এটমোস্ফিয়ারের মাধ্যমে বায়ু থেকে পানি বের করা নিয়ে কয়েক বছর যাবত গবেষণা করছে। তাদের ওয়াটার জেনেরেশন ইউনিট একটি বিশেষ তাপের প্রক্রিয়ায় হালকা বায়ুকে ঘনীভুত করে এবং সেই বায়ুকে বাষ্পে পরিণত করে এর পানির অংশটি আলাদা করা হয়। 'ওয়াটারজেন' এর নাম দিয়েছে 'জিনিয়াস'।
তারা বলেন, পরিস্কার বাতাস জিনিয়াস হিট এক্সচেঞ্জে প্রবেশ করে যেখানে বাস্পের মাধ্যমে এর আর্দ্রতাকে দূরীভূত করা হয়। বাতাস থেকে পানির অংশটি দূর করা হয় এবং নির্দিষ্ট ট্যাঙ্কে জমা করা হয়। তারপর এই পানিকে ফিল্টারেশন ইউনিটে প্রবেশ করানো হয় এবং যতটা সম্ভব এর রাসায়নিক এবং জীবাণুমুক্ত করা হয়। এরপর এর বিশুদ্ধ পানি অপর আরেকটি ট্যাঙ্কে জমা করা হয়।
ওয়াটারজেন দাবি করছে, তাদের তৈরি এই জেনারেটরটি অন্যান্য জেনারেটর থেকে অনেক বেশি শক্তিশালী। কেননা অন্যান্য কোম্পানি ঠাণ্ডা বায়ু থেকে এই ধরনের পানি তৈরি করে থাকে। ওয়াটারজেনের এই 'জিনিয়াস' হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ২৫০ থেকে ৮০০ লিটার পানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত করে। তবে এটি নির্ভর করে পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার ওপর। এই হিট এক্সচেঞ্জারটির জন্য খুব স্বল্প বিদ্যুৎ খরচ হয়।
তথ্যসূত্র: সিএনএন