শিশুবয়সে মাতৃভাষার বাইরে অন্য যে কোন একটি ভাষা শিক্ষা মানুষের মস্তিষ্ককে আরো বেশি কার্যকর করে তোলে। এটি বেশ আগে থেকেই প্রমাণ করেছে বিজ্ঞান। তবে নতুন এক গবেষণায় জানা গেছে আরো চমকপ্রদ তথ্য।
নতুন এই গবেষণায় ইউনিভার্সিটি অব কেন্ট স্কুল অব সাইকোলজির অধ্যাপক ক্রিসটস প্লায়াটসিকাস জানিয়েছেন, দশ বছরের কম বয়সে যদি কেউ দ্বিতীয় ভাষা শিক্ষার অনুশীলন শুরু করে, তাহলে তাদের মস্তিষ্কের সাদা অংশের গঠন যথেষ্ট মজবুত হয়। মস্তিষ্কের এই সাদা অংশ অ্যাক্সন কোষ দিয়ে তৈরি। এই অংশ মস্তিষ্কের ধূসর অঞ্চলগুলোর মধ্যে সংযোগ রক্ষা করে এবং নিউরনগুলোর (মস্তিষ্কের স্নায়ু) মধ্যে নার্ভের পালস বহন করে। অ্যাক্সন মূলত নার্ভ সংকেতগুলোর গতি বাড়াতে অন্তরক হিসেবে কাজ করে। গবেষকরা ২০ জন মানুষের মস্তিষ্ক স্ক্যানের ওপর গবেষণা করে এই তথ্য পেয়েছেন। এই ২০ জন তাদের ১০ বছর বয়সের মধ্যেই দ্বিতীয় একটি ভাষা শিক্ষা শুরু করেছে। তাদের প্রাপ্ত তথ্যের সঙ্গে গবেষকরা পরে আরো ২৫ জনের তথ্য মিলিয়েছেন। যারা শুধু মাতৃভাষা জানে। দেখা গেছে, প্রথম ২০ জনের মস্তিষ্কের সাদা অংশ পরবর্তী ২৫ জনের তূলনায় অধিক সুগঠিত। ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।