জন্মনিয়ন্ত্রণের বাংলাদেশে দু'টি সন্তান গ্রহণে সচেতনতা বাড়ানোর কাজ করছে বিভিন্ন সংগঠন। এমনকি একাজে উৎসাহিত করতে সরকারিভাবে বিজ্ঞাপন দেওয়া হয় দু'টি সন্তান বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ ফিনল্যান্ডের ছোট ছোট শহরগুলিতে ক্রমশ হ্রাস পাচ্ছে জনসংখ্যা। তাই এসব শহরগুলিতে জনসংখ্যা বাড়াতে অভিনব কৌশল নিয়েছে দেশটি। কোন শহরে নতুন বাসিন্দাদের এক ইউরোর বিনিময়ে দেওয়া হচ্ছে বিরাট প্লট। আবার কোন শহরে দম্পতিদের নতুন সন্তান জন্ম দেওয়ার জন্য দেওয়া হচ্ছে বোনাস।
সংবাদসংস্থা বিবিসি জানাচ্ছে, ফিনল্যান্ডে সাম্প্রতিক বছরগুলিতে ছোট শহর ছেড়ে সবাই বড় শহরের দিকে ছুটছে। এই প্রবণতা দিনে দিনে বাড়ছে। অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজিওনাল কর্তৃপক্ষ বলছে, দুই তৃতীয়াংশের বেশি ছোট পৌরসভা বা শহর এক নামমাত্র মূল্যে প্লট দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আবার অনেক শহরে দম্পতিদের সন্তান নিতে উৎসাহ যোগাতে বোনাস ঘোষণা করা হয়েছে। যদিও এই বোনাসের পরিমাণ শহর-ভেদে ভিন্ন। যেমন পশ্চিম ফিনল্যান্ডের একটি শহর, লেসটিজার্ভিতে এরকম ‘বেবি বোনাসের’ পরিমাণ প্রায় দশ হাজার ইউরো। কিন্তু বড় অংকের বোনাসের পরও শহরটির লোকসংখ্যা মাত্র ৮১৫ জন।
অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজিওনাল অথরটিজ আরও বলছে, এসব কৌশলে কোন ফল হচ্ছে কিনা তা যদিও বলা মুশকিল। তবে একটা শহর উটাজারভি স্বীকার করছে, তারা অনেক চেষ্টা করেও শহরের জনসংখ্যা বাড়াতে পারেনি। গত দশ বছর ধরে তারা এক ইউরো বিনিময়ে প্লট অফার করে গেছে, কিন্তু খুব কম মানুষকেই এতে আগ্রহী করা গেছে। এই মুহূর্তে উটাজারভির জনসংখ্যা এখনও তিন হাজারের নীচে।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৫/মাহবুব