পৃথিবীর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে মঙ্গলযানের। সোমবার শুরু হতে চলেছে পূর্বনির্ধারিত 'ব্ল্যাকআউট' পর্ব, যখন সাময়িকভাবে ধরাছোঁয়ার বাইরে থাকবে মঙ্গলযান।
৮-২২ জুন পৃথিবী ও লালগ্রহের মাঝে অবস্থান করবে সূর্য। এর ফলে মঙ্গলগ্রহ অভিযানে ব্যবহৃত মহাকাশযানের সঙ্গে পৃথিবীর কোনও রকম যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে না। এই সময় মঙ্গলযান দূর নিয়ন্ত্রণের আঁওতার বাইরে থাকবে। সাময়িকভাবে তাই এই পর্বে স্বনিয়ন্ত্রিত অবস্থায় কাজ করবে সে। যে কোনও সিদ্ধান্ত নিতে হবে তাকেই।
ইসরো-র এক শীর্ষ বিজ্ঞানী জানিয়েছেন, 'এই প্রথম এত দীর্ঘ সময় ধরে মহাকাশ অভিযানের সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা অকেজো থাকবে। এই সময় উপগ্রহের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হবে না।' তবে ব্ল্যাকআউট পর্ব শেষ হলে ফের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যাবে বলে তিনি জানিয়েছেন। তার দাবি, অভিযানের আগে থেকেই বিষয়টি অবগত থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে।'
ইসরো-র ওই কর্তা জানান, ব্ল্যাকআউট পর্বে মহাকাশযানে কোনও রকম নির্দেশ পাঠানো হবে না। ৮ জুন পর্যন্ত অবশ্য ২-৩ ঘণ্টা অন্তর নির্দেশ পাঠাবে ইসরো। তিনি জানিয়েছেন, আগামী ২০১৬ সালের মে মাসে ফের একই রকম ব্ল্যাকআউট পর্বের সম্মুখীন হতে হবে মঙ্গলায়ন প্রকল্পকে। সেই সময় সূর্য ও মঙ্গলের মাঝে অবস্থান করবে পৃথিবী।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ নভেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দেয় ইসরো-র মহাকাশযানটি। ওই বছর ১ ডিসেম্বর পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম চেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে পৌঁছতে এবং অবস্থান করতে সফল হয় মঙ্গলযান। অতিরিক্ত জ্বালানি থাকার দরুণ গত মার্চ মাসে অভিযানের নির্ধারিত মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ইসরো।
বিডি-প্রতিদিন/০৮ জুন ২০১৫/ এস আহমেদ