বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, ভারতের জাতীয় পাখি ময়ূর আর যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হচ্ছে ঈগল। এছাড়া বিশ্বের অধিকাংশ দেশেরই কোনো না কোনো জাতীয় পাখি রয়েছে। অথচ ব্রিটেনের কোনো জাতীয় পাখি নেই!
জাতীয় পাখির অভাবটা এবার পূরণ করতে যাচ্ছে ব্রিটিশরা। জাতীয় পাখি নির্বাচনের লক্ষ্যে একটি জরিপের আয়োজন করেছিল তারা। জরিপে প্রায় ২ লাখ ২৪ হাজার ব্রিটিশ অংশগ্রহণ করে। জরিপে ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষে উঠে আসে 'রবিন' নামের একটি পাখি। ১২ শতাংশ ভোট পেয়ে লক্ষীপ্যাঁচা দ্বিতীয় এবং ১১ শতাংশ ভোট পেয়ে ব্ল্যাকবার্ড তৃতীয় হয়েছে। চলতি বছরের মার্চ থেকে অনলাইনে, ডাকযোগে এবং স্কুলে স্থাপিত ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে রবিনকে জাতীয় পাখি নির্বাচিত করেছে তারা।
বিশিষ্ট পাখিবিজ্ঞানী ডেভিড লিন্ডো জাতীয় পাখি নির্বাচনের উদ্যোক্তা। তিনি অনুভব করেন যে বিশ্বের বেশির ভাগ দেশেরই জাতীয় পাখি রয়েছে কিন্ত ব্রিটেনের কোনো জাতীয় পাখি নেই। তখন তিনি তা নির্বাচিত করার পরিকল্পনা করেন।
গত বছর জাতীয় পাখি নির্ধারণের জন্য ব্রিটিশদের কাছে আহ্বান জানান এই পাখিবিজ্ঞানী। তার এই ডাকে স্বতঃস্ফুর্তভাবে সাড়া দেয় ব্রিটেনবাসী।
এদিকে, রবিনকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের জাতীয় পাখি নির্বাচিত করার জন্য সরকারের কাছে আবেদন করবেন উদ্যোক্তারা। যদি সরকারের অনুমোদন মিলে তাহলে লালু বুকের রবিনই হবে ব্রিটেনের জাতীয় পাখি।
উল্লেখ্য, রবিন ব্রিটেনের সবচেয়ে পরিচিত পাখি। দীর্ঘ সময় ধরে এটা ব্রিটেনের সংস্কৃতির অংশ হয়ে আছে। প্রতি বছর ক্রিসমাসের সজ্জায় লাল বুকের এই পাখিটির ছবি লক্ষণীয়ভাবে দৃশ্যমান হয়।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৫/শরীফ