পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম হলো মাদাগাস্কার। দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে এই দ্বীপ রাষ্ট্রের অবস্থিত। দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ হিসেবে থাকার পর ১৯৬০ সালের ২৬ জুন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্বতন্ত্র অবস্থান নেয় মাদাগাস্কার। আঠার শতকের মাঝামাঝি এখানে প্রচলন হয় মোরগ লড়াই প্রতিযোগিতার। তৎকালীন সময়ে এই খেলাটি মাদাগাস্কারের ধনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে দেশটির সর্বত্র এবং সর্বস্তরে এই খেলা মহামারীর ন্যায় ছড়িয়ে যায়।
অর্থনৈতিক দিক দরিদ্র দেশটির মানুষ সহজ উপায়ে অর্থ উপার্জনের জন্য নিজের সর্বস্ব বাজি রেখেও মোরগ লড়াইয়ে নাম লেখায়। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই একটা সময় এই খেলা স্রেফ নেশায় পরিণত হয়। আর এই নেশা থেকে খুব যে সহজে তারা বের হতে পারেন এরকম কোনো নজির অন্তত মাদাগাস্কারে নেই। উল্টো এই খেলায় অংশগ্রহন করার জন্য গোটা দেশব্যপী আছে অনেক চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনগুলো মানুষকে প্রলুব্ধ করা জন্য যথেষ্ট।
মোরগ লড়াইয়ের জন্য নির্ধারিত সময় নব্বই মিনিট। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের মোরগের আক্রমণে যদি বিরোধীপক্ষ হার মেনে চলে যায় অথবা আঘাতপ্রাপ্ত হয়ে নির্জীব হয়ে যায় তাহলে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়। অধিকাংশ সময়ই এমন হয় যে, কেউ কেউ বাড়ি-গাড়িও বাজি রাখে এই খেলায়।
বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৫/ রশিদা