সম্প্রতি রাশিয়ায় পাওয়া গেছে ভিন্ন প্রজাতির এক কচ্ছপ। অতীতে এই জাতীয় প্রাণী দেখা না যাওয়া অনেকে একে ডাইনাসোর বলে মনে করছেন। হঠাত্ তাকে দেখা যায় আমুর নদীর তীরে। নদীর তীরে ধীর লয়ে হেঁটে চলেছে। ভালো করে দেখলে তবেই বোঝা যাবে, আসলে ওটি একটি কচ্ছপ। কিন্তু সাধারণ কচ্ছপের মতো নয়। পিঠের খোলটির উপর মোটা স্পাইক ও মুখের আকৃতি এক প্রজাতির ডাইনোসরকেই মনে করাচ্ছে।
রহস্যজনক এই কচ্ছপটিকে প্রথমে আমুর নদীর পাড়ে দেখতে পান অ্যানাস্তাসিয়া স্তেশিনা নামে এক নারী। চমকে ওঠেন তিনি। কচ্ছপটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই দুনিয়া জুড়ে চর্চা শুরু হয়ে যায়। অ্যানাস্তাসিয়ার কথায়, 'আমরা যখন কচ্ছপটিকে দেখি, আমরা বুঝতেই পারিনি ওটি একটি কচ্ছপ। আমি তো ভাবলাম ডাইনোসর।' অনেকের আবার দাবি, এটাই নাকি সবচেয়ে বড় স্বচ্ছ জলের কচ্ছপ।
গবেষকরা অবশ্য বলছেন, এই ধরনের কচ্ছপ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে। কিন্তু আশ্চর্যের প্রশ্নটি হল, বিশ্বের দশম দীর্ঘতম আমুর নদী পেরিয়ে রাশিয়ায় কী ভাবে জীবন্ত পৌঁছল কচ্ছপটি।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৫/মাহবুব