অবশেষে সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস প্রশান্ত মহাসাগর পাড়ি দিল। এর মাধ্যমে এই প্রথম সৌরশক্তি চালিত কোন বিমান এই রেকর্ড গড়ল। সাত হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে এটি। তবে পৃথিবী পরিক্রমা শেষ করতে বিমানটিকে আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে হবে।
এদিকে বিমানটি উড্ডয়নের পর থেকে প্রায় ১১৮ ঘণ্টার যাত্রাপথ শেষে হাওয়াইয়ের স্থানীয় সময় বিকাল ৬টায় গতকাল শুক্রবার বিমানটি সেখানে অবতরণ করে। এককভাবে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন বিমানের একমাত্র চালক ও যাত্রী আন্দ্রে বোর্শবার্গ। তিনি বলেন, বিমানটি চালিয়ে তিনি খুবই আনন্দিত,কারণ এটি তার জন্য ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা।
এবার বিমানটিতে কয়েকদিন পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে। পরবর্তী ধাপে হাওয়াই থেকে এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখান থেকে নিউইয়র্ক হয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফিরে যাবে।
গত ৯ মার্চ আবুধাবি থেকে যাত্রা শুরুর পর ওমান, ভারত, মিয়ানমার ও চীনে কয়েক দফা যাত্রা বিরতি করে বিমানটি। এপ্রিলে খারাপ আবহাওয়ার কারণে চীনের নানজিংয়ে বিমানটিকে পাঁচ সপ্তাহ বসে থাকতে হয়। এরপর আবার ২৮ জুন বিমানটি জাপান থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রোকেয়া।