এবার নতুন এক প্রজাতির ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে কানাডার আলবার্তায়। ২০ ফুট লম্বা ও ১ টনেরও বেশি ওজনের এই ডাইনোসর ওয়েন্ডিসেরোটপ পিনহরনেসিস নামে পরিচিত।
দুটি শিংযুক্ত ডাইনোসরের জীবাশ্ম হাড়ের স্তুপ থেকে রয়্যাল ওন্টারিও মিউজিয়ামের গবেষক দল এটি আবিষ্কার করেন। প্রায় ৭ কোটি ৯০ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে যায় ট্রাইসেরাটপ পরিবারের এই সদস্য। বিশেষ ধরণের প্যাঁচালো শিংযুক্ত নাক এই ডাইনোসরের বৈশিষ্ট্য। এ ছাড়াও মাথায় রয়েছে একাধিক শিং। এই ডাইনোসরের জীবাশ্ম পৃথিবীতে বহুল প্রজাতির সেরোটোসিডের উপস্থিতির প্রমাণ দেয়। এই মুহূর্তে টরন্টোর রয়্যাল ওন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে ওয়েন্ডিসেরাটোপের কঙ্কাল। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রোকেয়া।