গাড়িচালকদের জন্য নতুন সুখবর দিচ্ছে ব্রিটেন। রাস্তার চার্জেই চলবে ইলেকট্রিক গাড়ি- এমন এক প্রযুক্তির উদ্ভাবন করতে যাচ্ছে দেশটি। এ বছরের শেষের দিকে এ ধরনের গাড়ির পরীক্ষামূলক প্রস্তুতি শুরু করবে দেশটির হাইওয়ে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে প্রথমত নির্দিষ্ট কিছু রাস্তায় এই ধরনের গাড়ি চলাচলের সুযোগ থাকবে। এতে সফলতা পাওয়া গেলে পরে তা মহাসড়কে অনুমতি দেওয়া হবে। দীর্ঘ ১৮ মাস চলবে এই পরীক্ষা।
ডায়নামিক ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার' নামে নতুন প্রযুক্তির মাধ্যমে এই চার্জের ব্যবস্থা করা হবে। রাস্তার এক পাশ দিয়ে থাকবে এই চার্জ লেন। এর ফলে গাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চালকদের আর স্টেশনে স্টেশনে যেতে হবে না। পোহাতে হবে না চার্জ ফুরানোর দুর্ভোগ। চলন্ত অবস্থায় চার্জ করিয়ে নেওয়া যাবে গাড়ি। ব্রিটেনের মহাসড়ক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই সিস্টেমের তদারকি করা হবে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের সবচেয়ে বড় ইস্যু। গত মাসেই ফ্রান্সের রাজধানী প্যারিসে এ নিয়ে সম্মেলন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটেন ও অস্ট্রেলিয়া সরকারও তাদের দেশে কার্বন নিঃসরণ কমাতে বদ্ধপরিকর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ২০২০ সাল নাগাদ কার্বন নিঃসরণ ২০ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রতি ব্যক্ত করেছেন।
ব্রিটেনের পরিবহনমন্ত্রী অ্যান্ড্রু জোনস এক বিবৃতিতে জানান, ২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে বদ্ধপরিকর সরকার। নতুন এই উদ্যোগে ব্রিটেনে কার্বনের পরিমাণ কমে আসবে। একই সঙ্গে এই খাতে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
বিডি-প্রতিদিন/১৩ অাগস্ট ২০১৫/শরীফ