শিরোনাম
রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

***********

বাংলাদেশ মন্ত্রিপরিষদের ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়েছিল। পরে অবশ্য এটি মুক্ত হয়েছে। হ্যাকাররা মন্ত্রিপরিষদের ওয়েবসাইট (http://www.cabinet.gov.bd) দখলে নেওয়ার পর তাতে ভারতীয় পতাকা প্রদর্শন করে। বর্তমানে মন্ত্রিপরিষদের ওয়েবসাইট আগের অবস্থানে ফিরে এসেছে। এতে ঢুকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার জীবনবৃত্তান্ত লক্ষ করা যাচ্ছে। সব কিছু আগের মতোই রয়েছে। এর আগে ওয়েবসাইটটিতে ঢুকলেই 'হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন' লেখা দেখা যেত। ইংরেজিতে বাংলাদেশি হ্যাকারদের সাবধান করে দেওয়া হয়েছিল। এতে হ্যাকাররা লিখেন- 'এটা বাংলাদেশি হ্যাকারদের জন্য সতর্কবার্তা, তারা যেন ভারতীয় সাইট হ্যাক করা থেকে বিরত থাকে। আমরা আপনাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হতে চাই না। কিন্তু আপনারা বন্ধ না করলে এরকম ঘটনার জন্য আরও প্রস্তুত থাকুন।'

 

সর্বশেষ খবর