বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

আদালত অবমাননায় দণ্ড বার্গম্যানের

আদালত অবমাননায় দণ্ড বার্গম্যানের

আদালত অবমাননার দায়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ড ঘোষণার পর থেকে আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আদেশক্রমে শাস্তিস্বরূপ তাকে বিচারকক্ষে অবস্থান করতে হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্তে গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে এই দণ্ড দেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড  দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয়ে ভবিষ্যতে এমন সমালোচনা না করতে ডেভিড বার্গম্যানকে সতর্ক করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী, আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলে দণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। বার্গম্যানের বিরুদ্ধে অভিযোগকারী আবুল কালাম আযাদের আইনজীবী মিজান সাঈদ বলেন, রায়ের মাধ্যমে এ কথাই প্রতিষ্ঠিত হয়েছে যে, ডেভিড বার্গম্যান লেখার মাধ্যমে আদালতের অবমাননা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শহীদদের সংখ্যা নিয়ে নিজের ব্লগে করা প্রশ্নের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা তলব করেন ট্রাইব্যুনাল। সুপ্রিমকোর্টের আইনজীবী আবুল কালাম আযাদের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন। পরে ট্রাইব্যুনালের আদেশে বার্গম্যান এ বিষয়ে ব্যাখ্যা দেন। শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে। এর আগে একটি ইংরেজি দৈনিকে লেখা এক নিবন্ধে আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে  ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি সর্বোচ্চ সতর্ক করেন ট্রাইব্যুনাল-১।

 

সর্বশেষ খবর