মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন মুক্তিযুদ্ধের উপ-সেনানায়ক, সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। গুরুতর কোনো রোগে আক্রান্ত না হলেও এখন তিনি শারীরিক দুর্বলতায় ভুগছেন। প্রায়ই স্মৃতিভ্রম হচ্ছে তার। আগের চেয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন। ঘর থেকে খুব একটা বের হতে চান না। বিশেষ করে দুই-তিন মাস ধরেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। রাজধানীর উত্তরার বাসভবনে স্ত্রী ফরিদা খন্দকারকে নিয়ে একান্তে দিন কাটাচ্ছেন এ কে খন্দকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এ কে খন্দকারের খোঁজখবর নিতে গেলে তার স্ত্রী ও সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আজাদুল ইসলাম এসব কথা জানান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে এ কে খন্দকারের খোঁজখবর নিতে গেলে তার স্ত্রী ও সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আজাদুল ইসলাম এসব কথা জানান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে এ কে খন্দকারের বিরুদ্ধে গত ১৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আদালত সমন জারি করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। দায়ের করা মানহানি মামলায় এ সাবেক মন্ত্রীকে আগামী ২৫ জুন আদালতে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার বলেন, আদালতের আদেশের কথা জানার পর থেকেই তার শারীরিক অবস্থা আরও ভেঙে পড়ে। আদালতে হাজিরার তারিখ যত ঘনিয়ে আসছে তিনি ততই নার্ভাস হয়ে পড়ছেন। একই সঙ্গে তার আচরণেও মাঝে-মধ্যে অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছে। তার স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করেছে। এ কারণে এ কে খন্দকার এখন কথা বলাও বেশ কমিয়ে দিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে ৮৬ বছরে পড়েছেন মুক্তিযুদ্ধের এ উপ-সেনানায়ক। ফরিদা-খন্দকার দম্পতির দুই পুত্র সন্তানের মধ্যে বড়জন জাফরুল করিম খন্দকার অস্ট্রেলিয়ায় স্থপতি আর ছোটজন আরিফুল করিম খন্দকার অস্ট্রেলিয়ায় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সরকারি চাকরিরত। এ দম্পতির একমাত্র কন্যা মাতুনা মুসফেকা মোস্তফা তার স্বামীকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে বাস করছেন। এ কে খন্দকারের সাবেক এপিএস ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেপুটি ডিরেক্টর আজাদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৩০ বছর ধরে আমি স্যারের সঙ্গে আছি। স্যারের বইটি প্রকাশের পর এবং সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর তার সঙ্গে কেউ কখনো দেখা করতে আসেননি। এ সম্পর্কে আজাদুল ইসলামের কাছে এ কে খন্দকার ক্ষোভ প্রকাশ করে একদিন বলেছিলেন, ‘যে সহকর্মীদের সঙ্গে আমি দেশব্যাপী চষে বেড়িয়েছি তারাই আমার বিরুদ্ধে গেল!’ সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক এ চেয়ারম্যানের স্ত্রী ফরিদা খন্দকার তার স্বামীর অসুস্থতা প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, গত সেপ্টেম্বর মাসে বইটি প্রকাশের পর থেকে তার মানসিক বিষণ্নতা শুরু হলেও দুই বছর আগের একটি পারিবারিক ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়তে থাকেন। বর্তমানে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ কে খন্দকারের চিকিৎসা চলছে। তিনি নতুন কোনো বই লিখছেন না। বেশির ভাগ সময় বাড়িতে বই পড়ে তার সময় কাটছে। টিভি খুব একটা দেখেন না। ঘর থেকে বের হতে না চাইলেও স্ত্রী ফরিদা তাকে নিয়ে প্রায়ই ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির কাছাকাছি কোথাও গিয়ে বেড়িয়ে আসেন। অবসরে বিদেশে থাকা ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলে এ কে খন্দকারের সময় কেটে যাচ্ছে। জানা যায়, ‘১৯৭১ : ভেতরে বাইরে’ শীর্ষক বইটি নিয়ে প্রবল বিরূপ সমালোচনায় বেশি মুষড়ে পড়েছেন এ কে খন্দকার। বিশেষ করে বইটি প্রকাশের পর জাতীয় সংসদে এ কে খন্দকারকে ‘কুলাঙ্গার’ বলায় তিনি বেশ কষ্ট পেয়েছেন। নিকটজনদের তিনি বলেছেন, ‘বই নিয়ে যে সমালোচনা হয়েছে তাতে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে, এদেশে কি সত্যি কথাও বলা যাবে না।’ নিজের সমালোচিত বইটি নিয়ে এ কে খন্দকারের ভাষ্যমত হচ্ছে, যুদ্ধকালীন আমার অভিজ্ঞতা ও সিনিয়র সহকর্মীদের কাছ থেকে শোনা তথ্যের ওপর ভিত্তি করেই তিনি বইটি লিখেছেন। এ সম্পর্কে এ কে খন্দকারের স্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে এ কে খন্দকার সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। যুদ্ধে তিনি যা দেখেছেন বইতে তা-ই লিখেছেন। কিন্তু এ জন্য যদি তিনি অপমানিত হন, তবে তা অন্যায় হবে।
শিরোনাম
- ট্রাম্পের চাপে হার্ভার্ডের সরকারি তহবিল বন্ধের আশঙ্কা
- বিশ্বরেকর্ড গড়ে ৩১ বার এভারেস্টে উঠলেন নেপালি শেরপা
- ভোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- অর্থনীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র
- আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা. জাহিদ
- প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুলে শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক আলোচনা
- প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুলে শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক আলোচনা
- রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলা, শিবিরকে দায়ী করে ছাত্রদলের বিক্ষোভ
- তথ্য কমিশনের সচিব হলেন রকিবুল বারী
- মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেফতার ৪
- ওমানে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন
- কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই
- চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ ৬ জুন
- ডিআরএস ছাড়াই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
- ২২ দেশের নারী পুলিশের সমন্বয় করবেন এআইজি শামীমা
- স্টিলথ যুদ্ধবিমান তৈরি করবে ভারত
- বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন
- সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল
- রাজশাহীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার
- পাচার হওয়া ৩৬ নারী-কিশোর-শিশুকে হস্তান্তর করলো ভারত