সচিবালয়ে কর্মরত ৪৪ কর্মকর্তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের অপসারণে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে জুলাই মঞ্চ। সংস্কারবিরোধী আমলাদের দুর্নীতির খতিয়ান প্রকাশের হুঁশিয়ারি দিয়েছে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা। গতকাল বেলা ২টার দিকে সচিবালয়ের বিপরীতে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় সংগঠন দুটি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধারাবাহিক কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। সোমবার রাত থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ। গতকাল দুপুর ১২টার দিকে তাদের চার সদস্যের প্রতিনিধিদলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। বেলা ২টার দিকে সংগঠনটির মুখপাত্র আরিফুল ইসলাম জানান, সাত দিনের মধ্যে অর্থ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই মঞ্চের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে আশানুরূপ ফল না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ সময় একই স্থানে গণসমাবেশে থাকা অপর সংগঠন জুলাই বিপ্লবী ছাত্র-জনতা তাদের গণসমাবেশ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ সোহেল বলেন, ঈদের মৌসুম ও জনদুর্ভোগ বিবেচনা করে তারা একটি মিছিল করে সরে যাবেন। ঘোষণা অনুযায়ী তাদের একটি মিছিল ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু করে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার সচিবালয়ের সামনে এসে শেষ হয়। আরিফ সোহেল জানান, আপাতত তাদের আর কোনো কর্মসূচি নেই। তবে আমলারা তাদের সংস্কারবিরোধী অবস্থান জারি রাখলে কালো তালিকা তৈরি করে তাদের দুর্নীতির খতিয়ান দেশবাসীর সামনে তুলে ধরা হবে।