ভুলবশত এনার্জি ড্রিংকের ক্যানে ভদকা ভরে ফেলে যুক্তরাষ্ট্রের সেলসিয়াস ব্র্যান্ড। এ ঘটনায় সতর্কতা জারি করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (ইউএসএফডিএ)।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাস্ট্রো ভাইব ব্লু র্যাজ’ সংস্করণের ক্যানগুলোতেই ধরা পড়েছে এই ত্রুটি।
ইউএসএফডিএ জানিয়েছে, প্যাকেজিং সরবরাহকারীর এক বড়সড় ভুলের কারণে এই মিশ্রণ ঘটেছে। আসলে, সেলসিয়াস ব্র্যান্ডের খালি ক্যান ভুল করে পাঠানো হয় ভদকা সেল্টজার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাই নুন-এর কাছে। আর সেগুলোতে তারা তাদের অ্যালকোহলযুক্ত পানীয় ভরে বাজারজাত করে দেয়।
এর ফলে হাই নুন-এর কিছু ‘বিচ ভ্যারাইটি প্যাক’ও এখন প্রত্যাহারের আওতায় এসেছে। যদিও এখনও পর্যন্ত কোনও ভোক্তার অসুস্থতা বা পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসএফডিএ।
প্রত্যাহারকৃত পণ্যগুলো ২১ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ওহিও, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যে পাঠানো হয়েছিল।
প্রত্যাহার করা লট কোডগুলোর ক্যানের নিচের লেজার মার্কিং উল্লেখ করে ইউএসএফডিএ বলেছে, “সেলসিয়াস অ্যাস্ট্রো ভাইব ব্লু র্যাজ এনার্জি ড্রিংকের যেসব ক্যান উল্লেখিত লট কোডের সঙ্গে মিলে যায় সেগুলো ব্যবহার না করে ফেলে দিতে ভোক্তাদের অনুরোধ করা হচ্ছে।”
হাই নুনের অন্যান্য পণ্যের লট যেগুলো এই তালিকায় নেই, সেগুলো নিরাপদ এবং বাজারে বিক্রির জন্য অনুমোদিত বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ