চট্টগ্রামের প্রাকৃতিক মৎস প্রজননকেন্দ্র হালদা নদীর কয়েকটি স্থানে নমুনা ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ।
সোমবার (২৬ মে) দিবাগত রাতে জোয়ারের সময় নদীর রাউজান, হাটহাজারী এলাকায় এসব ডিমের সন্ধান পান ডিম সংগ্রহকারীরা। মঙ্গলবার (২৭ মে) রাউজান ও হাটহাজারী মৎস্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসাইন জানান, সোমবার দিবাগত রাতে রুই, কাতলা প্রজাতির কিছু মা মাছ নমুনা ডিম ছেড়েছে। হালদা নদীর হাটহাজারী অংশের গড়দোয়ারা ইউনিয়নের নয়াহাট, রাউজানের পশ্চিম গুজরা আজিমের ঘাট ও নাপিতের ঘাটের কাটাখালী এলাকায় ডিম সংগ্রহকারীদের কেউ কেউ ১০/১৫টি করে ডিম পেয়েছেন।
জানা গেছে, প্রতি বছর প্রজনন মৌসুমে হালদা নদীর এই অংশগুলোতে মা মাছের আনাগোনা দেখা যায়। এর ধারাবাহিকতায় গত এপ্রিলের শুরু থেকে ডিম সংগ্রহকারীরা অপেক্ষমান ছিলেন। কিন্তু অনুকূল পরিবেশের অভাবে এতোদিন ডিম ছাড়েনি মা মাছ। তবে এবার নমুনা ডিম দেওয়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নদীতে এলে যে কোনো মুহূর্তে মা মাছ পুরোদমে ডিম দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া হালদা গবেষক হিসেবে সমাদৃত। তিনি জানান, ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ না পাওয়ায় মা মাছ ডিম দিচ্ছে না। তবে এরমধ্যে পরিবেশ তৈরী হচ্ছে। বৃষ্টি ঢল হলে যে কোনো সময় মা মাছ ডিম ছাড়তে পারে।
মুহাম্মদ আলমগীর হোসাইন জানান, মা মাছেরা অনুকূল পরিবেশ পেলে শিগগিরই পুরোদমে ডিম ছাড়তে পারে। মঙ্গলবার দিবাগত রাতে যদি বৃষ্টি হয় তাহলে ডিম ছাড়ার সম্ভাবনা আছে।
বিডি প্রতিদিন/নাজিম