রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আটক রাজুর বাড়ির লোকেরা ঘরে তালা দিয়ে পলাতক

দিনাজপুর প্রতিনিধি

আটক রাজুর বাড়ির লোকেরা ঘরে তালা দিয়ে পলাতক

চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি ঈশা খাঁ মসজিদে শুক্রবার জুমার নামাজে ককটেল হামলার সময় যে দুজন আটক হন তাদের একজন দিনাজপুরের  কাহারোল উপজেলার মো. রমজান আলী (২২)। রমজান আলী কাহারোলের মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মো. আহসান হাবিব ওরফে আহসান মুন্সির ছেলে। তিনি এলাকায় রাজু ইসলাম নামে পরিচিত।

স্থানীয়রা জানান, রাজুর বাবা আহসান হাবিব কাহারোলের সুন্দরপুর ইউনিয়নের ছোট ভাতগাঁও লতিফ শাহের মসজিদে ইমামতি করেন। ঘটনার পর থেকে পরিবারের সবাই পলাতক। শুক্রবার রাতেই কয়েক দফা র্যাব-পুলিশ এসে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল সকালে বাড়ির মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। রাজুদের প্রতিবেশী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আহসান হাবিব (৫৫) দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে কৃষিকাজ করেন। দ্বিতীয় ছেলে রমজান আলী ওরফে রাজু দিনাজপুর বেসরকারি পলিটেকনিক থেকে পাস করে শুনেছি ঢাকায় চাকরি করেন। একমাত্র মেয়ে এ বছর এইচএসসি পাস করে দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা করছেন। রফিকুল বলেন, চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে রাজু আটক হয়েছেন এমন ঘটনা শুনে শুক্রবার রাতে বাড়ি ফিরে এসে দেখি রাজুদের বাড়ির সামনে র্যাব। স্থানীয়রা জানিয়েছেন, আহসান হাবিব কয়েক বছর আগে স্থানীয় তেরমাইল গড়েয়া ঈদগাহ মাঠে সৌদি আরবের নিয়ম অনুযায়ী নামাজ পড়ার ফতোয়া দেওয়ায় মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকে এলাকার মানুষ আহসান মুন্সির প্রতি বিরূপ। কাহারোল থানার ওসি মো. মনসুর আলী জানান, ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। আমাদের ওই ঘটনায় আটক রমজান আলীর ঠিকানা এবং অন্য তথ্যাদি যাচাই-বাছাই করে তার বিষয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

সর্বশেষ খবর