রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিদ্রোহীদের প্রতি আওয়ামী লীগ

সময় আছে, নির্বাচন থেকে সরে দাঁড়ান

নিজস্ব প্রতিবেদক

পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ার করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারেন এমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেননি। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে এখনো নির্বাচনে লড়ছেন তাদের বলব, সময় আছে নির্বাচন থেকে সরে দাঁড়ান। দলীয় পদ পেতে আবেদন করুন। গতকাল বিকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৩ ডিসেম্বরের পর দলের নির্দেশনা অমান্য করে নৌকার বিরুদ্ধে মাঠে লড়ছেন, তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সর্ম্পক নেই। আগামীতেও তাদের দলে ভেড়ানো হবে না। এমনকি এ বিদ্রোহী প্রার্থীদের ইন্ধনদাতা যত বড় মাপের নেতাই হোন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনে পরিবেশ নষ্ট না করার আহ্বান জানিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নেতারা পৌর নির্বাচনে পথসভায় সরকার ও সরকারের মন্ত্রীদের বিষয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়েছেন। যা নির্বাচনের আচরণবিধির পরিপন্থি। তাদের বলব, উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। চট্টগ্রাম নৌ-ঘাঁটির মসজিদে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, চোরাগোপ্তা হামলা কারা করছে এটা এখন পরিষ্কার। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ও বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বিচার বন্ধ করতে এ সব হামলা পরিচালিত হচ্ছে। সব হামলার পেছনে একটাই শক্তি। সেটা হচ্ছে বিএনপি-জামায়াত। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, বিরোধী দলে থাকতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। মানুষ চায় না বলেই আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। ভবিষ্যতেও যে কোনো নির্বাচনে আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। জনগণ আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে আছে। আওয়ামী লীগের পক্ষে থাকবে। বিএনপির পক্ষে যাওয়ার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন প্রমুখ।

 

সর্বশেষ খবর