রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হত্যাকারীরা জনগণের বন্ধু নয়

নিজস্ব প্রতিবেদক

হত্যাকারীরা জনগণের বন্ধু নয়

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে বোমা মেরে যারা মানুষ হত্যা করে, তারা জনগণের বন্ধু হতে পারে না। একাত্তরের গণহত্যাকারীদের মতোই পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যাকারীদের বিচার হওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গতকাল বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, দেশকে নব্য পাকিস্তান বানানোর চক্রান্ত অব্যাহত রয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এ চক্রান্ত প্রতিহত করা হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন রক্ত ও আত্মাহুতির মধ্য দিয়ে সূচিত হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হওয়ার পাশাপাশি ১১ হাজার ভারতীয় সৈন্য রক্ত ও জীবন উত্সর্গ করেছিলেন। মুক্তিযুদ্ধে ভারত সরকারের অকুণ্ঠ সমর্থন এবং ভারতীয় সেনা সদস্যদের আত্মত্যাগ বাংলাদেশের জনগণ চিরকাল গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সচিব বি এম এম মোজহারুল হক, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রাজেশ উইকি, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী প্রমুখ।

সর্বশেষ খবর