ঝিনাইদহ সদরে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী নিহত হওয়ার ঘটনাস্থল, তার বাড়ি ও কর্মস্থল নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা হলেন রাজেশ উকাই (রাজনৈতিক) ও রমাকান্ত গুপ্ত (কনস্যুলার)। এদিকে নিহতের বড় ছেলে অরুণ গোপাল গাঙ্গুলী গতকাল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে প্রথমে ঝিনাইদহ সদর উপজেলার সোনাখালী গ্রামের মহিষা ভাগাড় নামক স্থানে পুরোহিত অনন্দ গোপাল গাঙ্গুলী নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উকাই ও রমাকান্ত গুপ্ত। এরপর বেলা ১১টার দিকে তারা নিহতের বাড়ি করাতিপাড়া গ্রামে যান। সেখানে তারা নিহতের স্ত্রী শেফালী রানী, ছেলে দীনবন্ধু অধিকারীসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। একই সঙ্গে নিহতের পরিবার যাতে এ হত্যাকাণ্ডের সঠিক বিচার পায় সে ব্যাপারে বাংলাদেশ সরকারকে তারা অনুরোধ করবেন বলে জানান। ভারতীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে এলে হিন্দু নেতৃবৃন্দসহ এলাকার উত্সুক মানুষ ভিড় করে। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক বাবু কনককান্তি দাস, পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তারা দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে মিলিত হন। এদিকে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আনন্দ গোপাল গাঙ্গুলীর ব্যক্তিগতভাবে কারও সঙ্গে বিরোধ ছিল না। তার হত্যাকাণ্ডে এলাকার লোকজন হতবাক হয়ে পড়েছেন। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা কোনোভাবেই পার পাবে না। পুলিশ তদন্ত করছে। অপরাধীরা অচিরেই গ্রেফতার হবে। পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, এ হত্যার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় নিহতের ছেলে অরুণ দেবনাথ বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে যারা সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে তারাই এ কাজ করেছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কনককান্তি দাস জানান, ‘অপরাধী যারাই হোক তাদের খুঁজে বের করতে হবে। এ ঘটনায় কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয় সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ সদরের সোনাইখালী গ্রামের মহিষের ভাগাড় মাঠে আনন্দ গোপাল গাঙ্গুলী (৭০) নামের এক বর্ষীয়ান পুরোহিতকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় প্রশাসনসহ সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
পুরোহিতের বাড়িতে ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর