প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি আশা করে, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিনন্দন জানান। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আশা করি এবার তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেবেন। এ জন্য তারা সত্যিকারের উদ্যোগ নেবেন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক এই সেনাপ্রধান। আওয়ামী লীগের নবনির্বাচিত দুই শীর্ষ নেতার সাফল্যও কামনা করেন তিনি। এ সময় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ঘোষণা করা হয় ওই দুই শীর্ষ নেতার নাম। এ তথ্য জানার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতাকে অভিনন্দন জানান। তবে এ সময় তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করেছিলাম আওয়ামী লীগের সম্মেলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো দিকনির্দেশনা আসবে। কিন্তু তা হয়নি।’ আওয়ামী লীগের নতুন কমিটি সম্পর্কে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে এই প্রত্যাশাও করছি, জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, এর জন্যও তারা কাজ করবে।’ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এ আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। একই সময় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সভাপতি পদে নতুন করে নির্বাচিত হন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের। নির্বাচনী অধিবেশনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন। অন্যদিকে আগের কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক। এ পদেও বিকল্প কোনো নামের প্রস্তাব না আসায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ