প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি আশা করে, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিনন্দন জানান। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আশা করি এবার তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেবেন। এ জন্য তারা সত্যিকারের উদ্যোগ নেবেন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক এই সেনাপ্রধান। আওয়ামী লীগের নবনির্বাচিত দুই শীর্ষ নেতার সাফল্যও কামনা করেন তিনি। এ সময় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ঘোষণা করা হয় ওই দুই শীর্ষ নেতার নাম। এ তথ্য জানার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতাকে অভিনন্দন জানান। তবে এ সময় তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করেছিলাম আওয়ামী লীগের সম্মেলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো দিকনির্দেশনা আসবে। কিন্তু তা হয়নি।’ আওয়ামী লীগের নতুন কমিটি সম্পর্কে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে এই প্রত্যাশাও করছি, জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, এর জন্যও তারা কাজ করবে।’ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এ আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। একই সময় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সভাপতি পদে নতুন করে নির্বাচিত হন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের। নির্বাচনী অধিবেশনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন। অন্যদিকে আগের কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক। এ পদেও বিকল্প কোনো নামের প্রস্তাব না আসায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।
শিরোনাম
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
মির্জা ফখরুলের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর