বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। কারণ দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। বিএনপি নেতা-কর্মীদের খুন-গুম করা হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এ রকম একটি পরিবেশে কেউ আওয়ামী লীগের সম্মেলনে যেতে পারে না। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টানা দুই মাস কারাভোগের পর ১৯ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গতকালই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির এই নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতা অতিথি হিসেবে যোগ দেন। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও বিএনপির কোনো প্রতিনিধি এ সম্মেলনে যায়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমতি মেলেনি। রিজভী আহমেদ বলেন, কয়েক দিন আগেও বিএনপি চেয়ারপারসনকে আক্রমণ করে কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া এর আগে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ আসেনি। উপরন্তু তারা বিএনপির সম্মেলন অনুষ্ঠানে বাধা দিয়েছে। দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, এ সরকার দেশের সর্বক্ষেত্রে লেলিহান কর্মকাণ্ড চালাচ্ছে। যারা আজ দেশ শাসন করছেন, তারা জনগণের প্রতিনিধি নন। তারা সবাই নিজেদের জমিদার মনে করেন। আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে তিনি বলেন, তারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোটা রাজধানী দখল করে কাউন্সিল করছে। তারা লাল-নীল ঝাড়বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলেছে। একটা রাজনৈতিক দলের সম্মেলন এভাবে হতে পারে না। অথচ বিএনপির কাউন্সিলে এ সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। পথে পথে নেতা-কর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে একদিন আগে। যেন সবার মনে একটা সন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার-পোস্টার পর্যন্তও লাগাতে দেয়নি। ঠিকমতো মাইক পর্যন্তও লাগাতে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান ও বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেলের নামে মিথ্যা অভিযোগে দায়ের সব মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী আহমেদ।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
না যাওয়ার সিদ্ধান্ত সঠিক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর