বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। কারণ দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। বিএনপি নেতা-কর্মীদের খুন-গুম করা হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এ রকম একটি পরিবেশে কেউ আওয়ামী লীগের সম্মেলনে যেতে পারে না। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টানা দুই মাস কারাভোগের পর ১৯ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গতকালই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির এই নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতা অতিথি হিসেবে যোগ দেন। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও বিএনপির কোনো প্রতিনিধি এ সম্মেলনে যায়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমতি মেলেনি। রিজভী আহমেদ বলেন, কয়েক দিন আগেও বিএনপি চেয়ারপারসনকে আক্রমণ করে কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া এর আগে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ আসেনি। উপরন্তু তারা বিএনপির সম্মেলন অনুষ্ঠানে বাধা দিয়েছে। দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, এ সরকার দেশের সর্বক্ষেত্রে লেলিহান কর্মকাণ্ড চালাচ্ছে। যারা আজ দেশ শাসন করছেন, তারা জনগণের প্রতিনিধি নন। তারা সবাই নিজেদের জমিদার মনে করেন। আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে তিনি বলেন, তারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোটা রাজধানী দখল করে কাউন্সিল করছে। তারা লাল-নীল ঝাড়বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলেছে। একটা রাজনৈতিক দলের সম্মেলন এভাবে হতে পারে না। অথচ বিএনপির কাউন্সিলে এ সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। পথে পথে নেতা-কর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে একদিন আগে। যেন সবার মনে একটা সন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার-পোস্টার পর্যন্তও লাগাতে দেয়নি। ঠিকমতো মাইক পর্যন্তও লাগাতে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান ও বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেলের নামে মিথ্যা অভিযোগে দায়ের সব মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী আহমেদ।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
না যাওয়ার সিদ্ধান্ত সঠিক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর