মার্কিন মন্ত্রিপরিষদ গঠনের কাজ শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর শুরুতেই চমক দিয়ে রাখলেন ট্রাম্প। নির্বাচনের সময় ট্রাম্পের সবচেয়ে সমালোচক মিট রমনিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছেন। সেই সঙ্গে মন্ত্রিপরিষদে দুজন ধর্নাঢ্য সুন্দরী নারীরও নাম ঘোষণা করেছেন। এর মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি (৪৪)। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী গভর্নর নিকি। অবশ্য তিনি যে মন্ত্রিপরিষদে জায়গা পাচ্ছেন তা আগেই রটেছিল। আর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হচ্ছে বলে রটলেও তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে ঘোষণা করা হয়েছে। সাউথ ক্যারোলিনার গভর্নর নিকিকে ‘পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে নির্বাচনী প্রচারণার সময় কিন্তু ট্রাম্পের বড় সমালোচক ছিলেন নিকি। এ ছাড়া ট্রাম্প তার মন্ত্রিপরিষদে একজন কোটিপতি নারীকে অন্তর্ভুক্ত করছেন। তার নাম বেটসি দেভোস (৫৮)। তিনি হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। দেভোস মিশিগান রিপাবলিকান পার্টির সাবেক সভাপতি। যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন শিক্ষাব্যবস্থায় তার যথেষ্ট ভূমিকা রয়েছে। ট্রাম্প বলেন, ‘দেভোস শিক্ষাব্যবস্থার আমলাতান্ত্রিক পদ্ধতি ভেঙে দিয়েছেন। এটি আমাদের শিশুদের পেছনে নিয়ে যাচ্ছিল।’ দেভোস আমেরিকান ফেডারেশন ফর চিলড্রেন অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি। তবে যুক্তরাষ্ট্রের শিক্ষকদের সংগঠন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন (এনইএ) দেভোসকে শিক্ষামন্ত্রী নির্বাচিত করায় নিন্দা জানিয়েছেন। এনইএর প্রেসিডেন্ট লিলি এসকেলসেন গার্সিয়া বলেন, তিনি শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানা থেকে ব্যক্তি মালিকানাধীন করে ফেলেছেন। তবে এসব সমালোচনায় একেবারেই বিচলিত নন ট্রাম্প। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দেভোস মেধাবী এবং একজন উৎসাহী শিক্ষাকর্মী। এর আগে গত শুক্রবার কট্টর সমালোচক রমনিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। রমনি ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কট্টর রুশবিরোধী হিসেবে পরিচিত তিনি। তাকে মনোনীত করার পদক্ষেপকে রিপাবলিকান স্টাবলিশমেন্টের সঙ্গে ট্রাম্প শিবিরের সংযোগ প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্পের মন্ত্রিপরিষদে আরও চমক থাকছে বলে ঘোষণা দিয়েছে তার অন্তর্বর্তী দল। এএফপি, বিবিসি
শিরোনাম
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব