বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ব্যাংকিং খাতের জন্য সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হওয়া জরুরি। ব্যাংকগুলোর মূল কাজ ঋণ বিতরণের মাধ্যমে ব্যবসা করা। নিয়ম মেনে ব্যবসা করতে হবে। তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো কর্তৃপক্ষকে ভয় পেতে হবে না। গতকাল রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, দেশের ব্যাংকিং খাতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ২৬ শতাংশ আমানত ও ১৭ শতাংশ ঋণ নিয়ন্ত্রণ করছে। তাদের শাখা রয়েছে তিন হাজার ৬০৩টি। এই বিশাল নেটওয়ার্ক সরকারের অগ্রাধিকার খাতে লেন্ডিং সুবিধা নিশ্চিত করাসহ সব সেফটিনেট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের বড় অংশ এই চার ব্যাংকের। গভর্নর বলেন, বিষয়টিকে নিবিড়ভাবে দেখতে হবে। আইনের মধ্যে থেকে যা যা করা দরকার তা করতে হবে। ঋণ বিতরণে এসএমই খাতের প্রতি ফোকাস থাকতে হবে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ফোকাস এসএমই ঋণ দিতে হবে। এখানেই কর্মসংস্থান সবচেয়ে বেশি হয়। ফজলে কবির বলেন, সুশাসন প্রতিষ্ঠা করা যে কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। করপোরেট সুশাসনের বিষয়টি ব্যাংকিং খাতের জন্য বেশি প্রযোজ্য। এটি নিশ্চিত করতে ব্যাংকগুলোতে ইন্টারন্যাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স পরিপালন জরুরি। সব ব্যাংকেই এই পলিসি রয়েছে। এটি পরিপালন করতে হবে। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও আতাউর রহমান প্রধান বলেন, ‘২০১৭ সাল হবে রূপালী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বছর। ঋণের প্রবাহ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট বিতরণকৃত ঋণের ৪০-৪৫% এসএমই খাতে দেওয়া হবে। রূপালী ব্যাংক সবার শীর্ষে অবস্থান করবে। রূপালী ব্যাংকে আগে খেলাপি ঋণ নিয়মিত দেখিয়ে এবং খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনিং না করে মুনাফা দেখানো হয়েছে। এখন আমরা সঠিক হিসাব করে পদক্ষেপ নিয়েছি।’ অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, পরিচালক আবদুল বাসেত খান, ড. মো. হাসিবুর রশীদ প্রমুখ।
শিরোনাম
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
নিয়ম মেনে ঋণ দিলে দুদককে ভয় পেতে হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর