বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউটিউবের জাভেদ করিম

ইউটিউবের জাভেদ করিম

২০০৫ সালে জাভেদ করিম, সাদ হারলি ও স্টিভ চেন মিলে জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট ইউটিউব তৈরি করেন। বর্তমানে ভিডিও আপলোড ও প্লের জন্য বিশ্বের সেরা সাইটে পরিণত হয়েছে ইউটিউব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি গ্রাহক বৃহত্তম এই ভিডিও আপলোডিং সাইট ইউটিউব ব্যবহার করছেন। বিশ্বের তরুণ সমাজে অনুপ্রেরণীয় তারকাদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম। তিনি ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে জড়িত ছিলেন। প্রযুক্তি বিষয়ে তার বিশেষ আকর্ষণ কাজ করত। ইউটিউব ছাড়াও তিনি পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলভিং ড্যাড পাজল, থ্রিডি স্প্রিং সিমুলেশন, রোবোটিক ওয়েবক্যাম, রেডিওসিটি ইনজিন, রে-ট্রেসার, লাইফ থ্রিডি, কোয়াক ২ মডেল ভিউয়ারসহ বেশ কিছু প্রজেক্টের উদ্ভাবন করেছেন। জাভেদ করিমের জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতে। ১৯৯২ সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তারা আমেরিকার বাসিন্দা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর