বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আদালতের ওপর নির্ভর করছে খালেদার কারাবাস : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ হবে কি না তা নির্ভর করছে আদালতের ওপর। তাঁর মুক্ত হওয়ার বিষয়টিও আদালতের ব্যাপার। আদালতের আদেশে খালেদা জিয়া দণ্ডিত হয়েছেন।

গতকাল রাজধানীর র‌্যাডিসন হোটেলের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কাদের বলেন, খালেদা জিয়া যখন আপিল করবেন, আপিলের বিচারে তাঁকে মুক্তি দেওয়া যায় কি না, সেটা আদালত বিবেচনা করতে পারেন। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, এমনকি ভবিষ্যতেও করবে না। আদালত যদি খালেদা জিয়াকে মুক্তি দেন সেখানে আমাদের তো কোনো অসুবিধা নেই। তিনি বলেন, বিএনপি একটা বড় দল। আমি চাই না বিএনপি ভাঙুক। এই চেষ্টাও আমরা করব না। বিএনপি ভাঙার জন্য বিএনপি নিজেরাই দায়ী এবং বিএনপির সংকট আমরা ঘনীভূত করব না। আমরা এখানে ফ্যাক্টর না। বিএনপির সাংগঠনিক অভ্যন্তরীণ সংকট ঘনীভূত করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। বিএনপি একবার বলছে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে। আবার বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না।  প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমরা নির্বাচনে বিএনপির মতো একটি বড় দলকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাই। প্রতিদ্বন্দ্বিতায় না থাকলে ইলেকশনে মজা নাই। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। বিএনপি ইলেকশন থেকে সরে গেলে আমরা খুব খুশি হব এটা ঠিক না। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। সে জন্য বিএনপিকে থাকা দরকার। বিএনপির অবস্থান কর্মসূচি থেকে গণ-আন্দোলনের ডাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই। আন্দোলন সফল হবে না। আন্দোলনের হাঁকডাক তারা যেভাবে দেন, সেটা জনগণ সাড়া না দিলে তো গণ-আন্দোলন হবে না। নয় বছর তারা বারবার ডাক দিয়েছে, জনগণ সাড়া দেয়নি। যে আন্দোলনে তারা নিজেরাই অংশ নেয় না, সেখানে জনগণ কেমন করে আসবে? বিএনপি ভেবেছিল, খালেদা জিয়া কারাগারে গেলে লাখ লাখ লোক রাস্তায় নেমে আসবে, সারা দেশের মানুষ নেমে আসবে। ওই আগের সিপাহি জনতা জেগে ওঠো— তারা মনে করছে দেশে এখনো সেই অবস্থা আছে। জনগণ কি রাস্তায় নেমেছে খালেদা জিয়ার জন্য? তারা যে প্রত্যাশা করেছিল, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে, সেখানে শত শত মানুষও নেমে আসেনি। তারা আন্দোলন করবে কী দিয়ে? বাকি দিনে বিএনপি নির্বাচনের মুডে চলে যাবে। এখন আর আন্দোলনের মুডে কেউ নেই, নির্বাচনের মুডে আছে। এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর