স্বপ্নের পথটা তৈরি করে দিয়েছিলেন ব্যাটসম্যানরা! কিন্তু বাস্তবায়নের কাজটা করতে পারলেন না বোলাররা। তাই তো ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে হতাশার হারে মাথা নিচু করে মাঠ থেকে বের হতে হলো টাইগারদের। টি-২০ ক্রিকেটে ১৯৪ রানের টার্গেটে পৌঁছানো কঠিন কাজ। সেটা যে কোনো উইকেটেই কঠিন। কিন্তু গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে লঙ্কানদের এই কঠিন কাজ পানির মতো সহজ করে দিলেন বাংলাদেশের বোলাররা। যে ম্যাচে বড় জয় পাওয়ার কথা বাংলাদেশের, সেই ম্যাচেই রীতিমতো উড়ে গেল তারা। লঙ্কানরা জিতল ২০ বল হাতে রেখেই। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এমন হারে বাংলাদেশের ক্রিকেটের যেন কঙ্কাল বেরিয়ে এলো। আহা সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের কী অসাধারণ ব্যাটিং! ত্রি-দেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের দলে সুযোগ না পাওয়ায় আক্ষেপের আগুনে পুড়ে জ্বলতে থাকা সৌম্য কাল মাত্র ৩২ বলে খেলেছেন ৫১ রানের ঝলমলে ইনিংস। বাঁ হাতি ব্যাটসম্যানদের টি-২০ ক্যারিয়ারে এটি প্রথম হাফ সেঞ্চুরি। গতকালই টি-২০-তে নিজের সেরা ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তার ৪৪ বলে করা অপরাজিত ৬৬ রানের ইনিংসটা কতই না চমৎকার! মাহমুদুল্লাহ রিয়াদের ৩১ বলে ৪৩ রানের ইনিংসটাও ছিল অসাধারণ। সাকিবের ইনজুরির কারণে টেস্টের পর টি-২০-তেও নেতৃত্বে অভিষেক হলো ময়মনসিংহের এই ক্রিকেটারের। ব্যাটিংয়ে সামনে থেকেই নেতৃত্ব দিলেন। কিন্তু বোলারদের ব্যর্থতার দিনে হতাশা নিয়ে ফিরতে হলো মাঠ থেকে। এই হারের দায় ব্যাটসম্যানদের নয়, বোলারদের। যদিও কাল প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান করার পরও ১৯৩ রানের স্কোরকে কিছুটা ‘ছোট’ই মনে হবে। কিন্তু টি-২০-তে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে যখন প্রতিপক্ষ ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় সেখানে দায়টা বোলারদেরই নিতে হয়। টি-২০-তে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোর ছিল ১৯০। সেটি ছিল ২০১২ সালে বেলফাস্টে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৮১, পাল্লেকেলেতে ২০১৩ সালে। কাল দুই রেকর্ডই পেছনে ফেলে করল ১৯৩ রান। কিন্তু শেষ পর্যন্ত দল হেরে যাওয়ায় এই রেকর্ডগুলো হয়ে থাকল পরিসংখ্যানের খেরোখাতার কিছু সংখ্যা মাত্র!
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
রেকর্ড গড়েও হার বাংলাদেশের
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর