Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৪

দুই দলের শাসনে দেশবাসী বিরক্ত

নিজস্ব প্রতিবেদক

দুই দলের শাসনে দেশবাসী বিরক্ত

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলের ২৭ বছরের শাসনে দেশবাসী এখন বিরক্ত। তিনি বলেন, প্রমাণ হয়েছে জাতীয় পার্টি ছাড়া দেশে আর কেউ সুশাসন দিতে পারবে না। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন। এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর। প্রমাণ হবে দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ড ভোলেনি। মানুষ এখনো রাজনীতির জীবন্ত কিংবদন্তি হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসেন।’


আপনার মন্তব্য