মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

মমতাকে খুনের হুমকি, পুরস্কার ঘোষণা

দীপক দেবনাথ, কলকাতা

মমতাকে খুনের হুমকি, পুরস্কার ঘোষণা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে খুনের হুমকি দিয়ে চিঠি এলো তারই দলের সাংসদ অপরূপা পোদ্দারের (মুসলিম ধর্ম নিয়ে নাম হয় আরফিন আলি) বাড়িতে। রবিবার তৃণমূলের আরামবাগ কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দারের লেটার বক্সে ওই হুমকির চিঠি আসে। চিঠির ওপরের দিকে মমতার দুটি বিকৃত ছবি। আর নিচের দিকে কিছু কুরুচিকর মন্তব্য লেখা। যেখানে বলা হয়েছে, ‘একজন ভয়ানক রাক্ষসী : পশ্চিমবঙ্গে জিহাদি মমতা দিদি এখন রাক্ষসী হয়ে হিন্দুদের রক্ত পান করছেন। যদি কেউ এই রাক্ষসীকে জীবিত অথবা মৃত ধরতে পারেন, তবে সেই ব্যক্তিকে ১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।’ সাংসদকে লেখা চিঠির নিচে রাজীব কিল্লা (কট্টর হিন্দু) নামে এক ব্যক্তির স্বাক্ষরসহ মোবাইল ফোন নম্বর ও কলকাতার বিধাননগরের ঠিকানা লেখা আছে। যদিও সেগুলো ভুয়া বলেই জানা গেছে। কারণ ওই একই নামে বিধাননগরের বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে, তার নাম অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে হুমকির চিঠি পাওয়ার পরই শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অপরূপা। তৃণমূল সাংসদের দাবি, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এটা করছে, তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে যারা এ চক্রান্ত করছে তারা কোনো দিনও সফল হবে না। কয়েক দিন আগেই মমতাকে হিরণ্যক্যাশপের বংশধর বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। একটি উদাহরণ টেনে তিনি বলেছিলেন ‘হিরণ্যক্যাশপ নামে একজন রাক্ষস ছিলেন। ‘জয় শ্রী রাম’ বলার জন্য তিনি তার নিজের সন্তান প্রহ্লাদকে কারাগারে ঢুকিয়ে শাস্তি দিয়েছিলেন। বাংলাতেও ঠিক এমন ঘটনা ঘটে চলেছে। সবকিছু দেখে মনে হচ্ছে মমতা হিরণ্যকাশ্যপের পরিবারের সদস্য। তাই যারা ‘জয় শ্রী রাম’ বলছে মমতা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছেন।’

সর্বশেষ খবর