Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুলাই, ২০১৯ ০০:০১

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত

৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়র খোকনকে নোটিস

নিজস্ব প্রতিবেদক

৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়র খোকনকে নোটিস

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত সে কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  মেয়রকে  উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম। উকিল নোটিসে তিনি বলেন, আমার স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পাঁচ দিন হাসপাতালে  থেকে আংশিক সুস্থতা লাভ করেন। যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। গতকাল রেজিস্ট্র্রি ডাকযোগে উকিল নোটিসটি পাঠানো হয়  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ  খোকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর। নোটিসে আরও বলা হয়, ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে খিলগাঁও এক নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আইনানুযায়ী যথাযথ ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে শরণাপন্ন হওয়াসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর