রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ছেলেধরা নিয়ে গুজব, পুলিশ সদর দফতরের সতর্কতা

রওশনের বাসায় জি এম কাদের, মান অভিমানের অবসান

শফিকুল ইসলাম সোহাগ

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের মান-অভিমান দূর হয়েছে গতকাল। বিকাল ৩টার দিকে হঠাৎ জি এম কাদের তার ভাবীর বাড়িতে হাজির। দুই ঘণ্টা ধরে তাদের কথাবার্তা হয়। এ সময় তারা এরশাদের স্মৃতিচারণ করেন। পারিবারিক বিষয় ও জাতীয় পার্টির ভবিষ্যৎ রাজনীতি নিয়েও মতবিনিময় হয়েছে। তারা সিদ্ধান্ত নেন, রওশন এরশাদ থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বে আর জি এম কাদের দল চালনা করবেন রওশন এরশাদের পরামর্শে। পার্টির একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। জি এম কাদের তার ভাবীর বাড়িতেই দুপুরের খাবার খেলেন। রওশন এরশাদ দোয়া করেন সুষ্ঠুভাবে পার্টি চালনায় জি এম কাদের যেন সক্ষম হন। অন্যদিকে ভাবীকে যে তিনি মায়ের মতো শ্রদ্ধা করেন সে কথা জানিয়ে জি এম কাদের প্রত্যয় ব্যক্ত করেন, নেত্রী রওশনের পরামর্শক্রমেই তিনি দল চালনা করবেন। উভয়ই সংকল্পবদ্ধ হন যে,  আগামীতে ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়েই তারা এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। দুজনের আলাপের সময় বাড়ির অন্য কামরায় ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়। এরশাদ তার অবর্তমানে দল চালনার জন্য ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে দায়িত্ব দেওয়ায় রওশনের সঙ্গে জি এম কাদেরের দূরত্ব তৈরি হয়। অবস্থা এমন হয়েছিল যে, জি এম কাদের যত কর্মসূচিই ঘোষণা করতেন তাতে রওশন ও তার পন্থিরা গরহাজির থাকতেন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এইচ এম এরশাদের অসুস্থতার পর থেকে দলের ঐক্য বজায় রাখার ওপর গণমাধ্যমে গুরুত্বারোপ করে আসছেন। জি এম কাদের এ প্রতিবেদককে জানান, বেগম রওশন এরশাদ আমাদের অভিভাবক। তার ¯ন্ডেœহ ও পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব।

ফুলেল শুভেচ্ছা : পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের নেতৃত্বে যুব সংহতির নেতা-কর্মীরা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে শুভেচ্ছা জানান। এ ছাড়া জি এম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় মটর থ্রি হুইলার শ্রমিক সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক ও জাপার যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর