মাগুরা শহরের পারনান্দুয়ালীতে স্ত্রী ও ১০ মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর বিট্টু মজুমদার নামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে রবিবার দিবাগত রাত থেকে গতকাল সকাল ৯টার মধ্যে বিট্টু এই হত্যাকা ঘটিয়েছে। বিট্টুর স্ত্রীর নাম পূর্ণ মজুমদার (২৫)। শিশু পুত্রের নাম মানব মজুমদার। বেলা ১১টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ পারনান্দুয়ালীর মিস্ত্রিপাড়ার টিনশেড ঘর থেকে হতাহতদের উদ্ধার করে। শিশু মানব মজুমদার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। এই বাড়িতেই তারা ভাড়া থাকতেন। স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল কাদের গনি মোহন জানান, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে বিট্টু চুয়াডাঙ্গায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তিন মাস আগে পারনান্দুয়ালী মিস্ত্রিপাড়ার হাজী আবদুর রশিদের ভাড়া বাড়িতে ওঠেন তারা। ওই বাড়ির পাশেই বিট্টুর পারিবারিক বসত। বিট্টু তার পরিবারে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু মুসলিম মেয়েকে বিয়ে করায় তার পরিবার সেটা মেনে নিতে পারেনি। তারা বিয়ে ভাঙার চেষ্টা করছিল। কিছুদিন আগে এ বিষয়টি মীমাংসার জন্য আমার সঙ্গে বসেছিল। কিন্তু কোনো সমাধান হয়নি। এসব কারণে বিট্টু মানসিকভাবে বিপর্যস্ত ছিল। অভাব অনটন ও পারিবারিক বিচ্ছিন্নতা তার মূল কারণ।’ মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, হত্যায় ব্যবহৃত বঁটিটি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত বিট্টুকে পুলিশ মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
শিরোনাম
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের