বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মশা সুযোগ পেলে মেয়রদেরও রক্ত খাবে

নিজস্ব প্রতিবেদক

মশা সুযোগ পেলে মেয়রদেরও রক্ত খাবে

ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ এডিস মশা কারও চেহারার দিকে তাকায় না, আপনি কাউন্সিলর, আপনি কি নেতা, আপনি কি মন্ত্রী, এমপি, মেয়র- কোনো দিকেই তাকাবে না। এডিস মশা সুযোগ পেলেই রক্ত খাবে। এমপির রক্ত খাবে, মন্ত্রীর রক্ত খাবে, মেয়রেরও রক্ত খাবে, নেতার রক্ত খাবে, কাউন্সিলরের রক্ত খাবে, কাউকে ছাড়বে না। সাংবাদিকদেরও রেহাই নেই। এডিস মশার হাত থেকে বাঁচতে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে মাঠে নামতে হবে। তা না হলে কেউই রেহাই পাবেন না।’ গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটিতে প্রতিদিনই নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যতই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন, এখনো এটা নিয়ন্ত্রণে আসেনি।  বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, ‘ঢাকার ১০৯টি ওয়ার্ডের মধ্যে কয়জন কাউন্সিলর ও কয়টি ওয়ার্ডের নেতা-কর্মী যথাযথভাবে ডেঙ্গু মোকাবিলায় মাঠে নেমেছেন?’ এ সময় মাত্র ১৩ জন হাত উঁচু করেন। মন্ত্রী এ সময় উষ্মা প্রকাশ করে বলেন, ‘আমরা দেখতে চাই, ঢাকা সিটির প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান। নেত্রী এটা জানতে চেয়েছেন। নেত্রী জানতে চেয়েছেন, কয়টা ওয়ার্ডে তার (নেত্রীর) নির্দেশনা পালিত হয়েছে। বিশেষ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য কামরুল ইসলাম, এস এম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওছার, ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণের শাহে আলম মুরাদ, ডা. দিলীপ রায়, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ অংশ নেন।

সর্বশেষ খবর