শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কারও অনুকম্পায় মুক্তি চান না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

কারও অনুকম্পায় মুক্তি চান না খালেদা জিয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে দেশের জনগণ সুখবর জানতে চায়। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা করেন। বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কারও অনুকম্পায় মুক্ত হবেন না। তিনি অবশ্যই তাঁর যে হক, তাঁর যে ন্যায্য অধিকার, এ মামলায় তাঁর জামিন পাওয়ার যে অধিকার, সেই অধিকারে তিনি মুক্ত হবেন। বেআইনি মিথ্যা মামলা দিয়ে তাঁকে আটকে রাখা যাবে না। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ মানববন্ধন হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল আমিন গাজী, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহতথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য আজকে পেশাজীবীরা মাঠে নেমেছেন। আসুন দলমতনির্বিশেষে সবাই বেরিয়ে এসে একাত্ম হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা ও গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি করার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ ভারতে গেছেন। ভারতের সঙ্গে এ সরকারের নাকি সুউচ্চ সম্পর্ক। তিনি (প্রধানমন্ত্রী) যতবার ভারত যান বার বার আমরা হতাশ হই। যতবার যান আসার পর দেখি আমাদের মূল সমস্যাগুলোর কোনো সমাধান হয় না।’ তিনি আরও বলেন, ‘সীমান্তে হত্যা সমস্যার সমাধান হয় না, তিস্তার পানি সমস্যার সমাধান হয় না, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় আমাদের দেশে বন্যা হয়ে যায়। সেই সমস্যার সমাধান হয় না, বাণিজ্যের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে তার সমাধান হয় না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর