ফেনীর দাগনভূঞায় সুইডেনপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, টাকাসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।শুক্রবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন চানপুর গ্রামে আজিজ উল্যা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ডাকাতদল ভিতরে ঢোকে। তারা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। সুইডেনপ্রবাসী বড় মেয়ে লাবণী আক্তার সম্প্রতি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছেন। তাঁর ছোট বোনও একই বাড়িতে থাকেন। পরিবারের সদস্যদের হিসাবে বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনদের প্রায় ৭০ ভরি সোনা ছিল, যা ডাকাতরা নিয়ে যায়। ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়ি ছিলেন না। ডাকাতরা বাবুল মিয়া, তাঁর দুই ভাগনে ও দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। বাধা দিলে বাবুল মিয়াকে বেধড়ক মারধর করা হয়। সকালে প্রতিবেশীরা টের পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের দাবি, এলাকায় সক্রিয় কিছু চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।’