বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সূচনা হয়েছে। এনসিপিসহ কয়েকটি দলের স্বাক্ষর না করায় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই শুক্রবার সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ এমন বিশৃঙ্খলা করতে পারে না।’ তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সে দাবি পূরণে আমিও কথা বলেছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এর পরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা শুক্রবার দেখা গেছে।’ গণতন্ত্রে সবাই একমত হবেন এমন কোনো কথা নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও চার বাম দলের জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো একপর্যায়ে সনদে সই করবে বলে আশা করছি।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও জেডআরএফের পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম কাগজী, শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার ইজাজ, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম, আসিফ হোসেন রচি প্রমুখ।