জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, মনে রাখতে হবে লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। তিনি বলেন, সবার মতামত নিয়ে কাজ করব, তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি নেতা-কর্মীদের এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, এস এম ফয়সল চিশতী, এ টি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ইসহাক ভূঁইয়া প্রমুখ। জি এম কাদের আরও বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। জনগণ কী চায় সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবেও সেভাবে কর্মসূচি দেব। আমরা দেশবাসীর চিন্তা করছি। আমরা যদি সবাই এক থাকি তাহলে সব সম্ভব। জি এম কাদের বলেন, আমরা ২৭ বছর ক্ষমতার বাইরে, এ সময়ে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি কখনো এককভাবে, কখনো যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দিই না। বক্তব্যের শুরুতে জি এম কাদের বলেন, মুজিববর্ষের প্রথম দিন হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়, এটা ভুলে গেলে চলবে না। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। ১৯৮৪ সালে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেদিন রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করায় গণতন্ত্রের জন্য জাপার জন্ম। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই। মসিউর রহমান বলেন, আগের দিনের সবকিছু ধুয়েমুছে, নতুন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই।
শিরোনাম
- ভালুকায় বিডার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
- কালবৈশাখী ঝড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- বনরক্ষীদের ওপর হামলা বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
- রংপুরে ৫ দফা দাবিতে মউশিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
- শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন
- পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্যপাচারের অভিযোগে ভারতে শিক্ষার্থী গ্রেফতার
- জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের
- কুমিল্লায় আন্তঃকলেজ ব্যাডমিন্টন উৎসবে ২৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
- ট্রাম্পের ‘বিশাল-সুন্দর’ কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান
- যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্রেডিট রেটিং কেড়ে নিল মুডিজ
- বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার
- টটেনহ্যামকে হারাল ভিলা
- ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
- এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া দিল ভারত
- ‘বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- শান্তি আলোচনার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের বাসে ড্রোন হামলা রাশিয়ার
- তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- ইউক্রেনের হয়ে যুদ্ধ, অস্ট্রেলিয়ার নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড রাশিয়ার
- ভারতে এবার তুর্কি ব্র্যান্ডের পোশাক বিক্রি বন্ধ করল মিন্ত্রা-আজিও
লিডার ইজ নেভার রঙ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর