জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, মনে রাখতে হবে লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। তিনি বলেন, সবার মতামত নিয়ে কাজ করব, তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি নেতা-কর্মীদের এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, এস এম ফয়সল চিশতী, এ টি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ইসহাক ভূঁইয়া প্রমুখ। জি এম কাদের আরও বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। জনগণ কী চায় সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবেও সেভাবে কর্মসূচি দেব। আমরা দেশবাসীর চিন্তা করছি। আমরা যদি সবাই এক থাকি তাহলে সব সম্ভব। জি এম কাদের বলেন, আমরা ২৭ বছর ক্ষমতার বাইরে, এ সময়ে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি কখনো এককভাবে, কখনো যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দিই না। বক্তব্যের শুরুতে জি এম কাদের বলেন, মুজিববর্ষের প্রথম দিন হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়, এটা ভুলে গেলে চলবে না। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। ১৯৮৪ সালে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেদিন রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করায় গণতন্ত্রের জন্য জাপার জন্ম। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই। মসিউর রহমান বলেন, আগের দিনের সবকিছু ধুয়েমুছে, নতুন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই।
শিরোনাম
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
- জবি ক্যাম্পাস সংলগ্ন অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
- পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- নজরুলের স্মরণে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার
- স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজ সম্পদের চাপ কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা
- জাফলংয়ে নিখোঁজ পর্যটকের সন্ধান এখনো মেলেনি
- ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ
- সন্ধান মিলছে না নিখোঁজ ব্যাংকারের
- কেএমপির আট থানার ওসি বদল
- দিনাজপুরে মাঠেই কৃষকের পাঠশালা, আধুনিক কৃষিতে বাড়ছে দক্ষতা
- খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু
- প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনিভূত করা হচ্ছে : প্রিন্স
- সরকার উৎখাতের ষড়যন্ত্র : শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত
- আরও বাড়ল সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ
লিডার ইজ নেভার রঙ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর