জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, মনে রাখতে হবে লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। তিনি বলেন, সবার মতামত নিয়ে কাজ করব, তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি নেতা-কর্মীদের এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, এস এম ফয়সল চিশতী, এ টি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ইসহাক ভূঁইয়া প্রমুখ। জি এম কাদের আরও বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। জনগণ কী চায় সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবেও সেভাবে কর্মসূচি দেব। আমরা দেশবাসীর চিন্তা করছি। আমরা যদি সবাই এক থাকি তাহলে সব সম্ভব। জি এম কাদের বলেন, আমরা ২৭ বছর ক্ষমতার বাইরে, এ সময়ে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি কখনো এককভাবে, কখনো যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দিই না। বক্তব্যের শুরুতে জি এম কাদের বলেন, মুজিববর্ষের প্রথম দিন হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়, এটা ভুলে গেলে চলবে না। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। ১৯৮৪ সালে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেদিন রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করায় গণতন্ত্রের জন্য জাপার জন্ম। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই। মসিউর রহমান বলেন, আগের দিনের সবকিছু ধুয়েমুছে, নতুন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই।
শিরোনাম
- টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর প্রাথমিক পরিচয় মিলেছে
- ম্যানচেস্টারে টেস্ট বাঁচিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়ল ভারতের
- ইউটিউবে এলো ‘ছবি দিলেই ভিডিও’ প্রযুক্তি
- প্রাইভেট শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ চেয়ে লক্ষ্মীপুরে প্রতিবাদ
- বিএনপির ওয়াকআউট নিয়ে যা বললেন সালাহউদ্দিন
- নতুন মামলায় আমু-গোলাপ গ্রেফতার
- বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান : ফখরুল
- আন্দোলনে সমন্বয়কদের চেয়ে সাধারণ মানুষ বেশি সাহায্য করেছে : উমামা ফাতেমা
- জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
- অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ওবামার
- বাবা জসীমের কবরেই দাফন হবে ছেলে রাতুলের
- খাগড়াছড়িতে গঠিত অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল
- দাবানলের কবলে গ্রিস, নিয়ন্ত্রণের বাইরে আগুন
- যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা
- এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল ১০ আগস্ট
- আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির
- তুরস্কে ভূমিকম্প: ১ কোটি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল, নিহত অন্তত ৫৫ হাজার
- ৫ বছরে সর্বনিম্ন এলসি খোলার পরিমাণ জুনে
- গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেললো জর্ডান-আমিরাত
- ২৫০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র অচল: একক দরদাতার ফাঁদে বন্দি প্রকল্প
লিডার ইজ নেভার রঙ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর