সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মন্ত্রী-এমপি লাগবে না, দুই মেয়র প্রার্থীই যথেষ্ট : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনি নিজে এমপি হয়ে পদত্যাগ করে একটি নাটক করেছেন। আপনি যদি চ্যালেঞ্জ করেন, তাহলে বলব আমাদের মন্ত্রী-এমপির প্রয়োজন হবে না। আমাদের দুজন ক্লিন ইমেজের মেয়র প্রার্থীই যথেষ্ট আপনার এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইন মোকাবিলা করার জন্য। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকম লীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসির আচরণবিধি অনুযায়ী দলের এমপিরা সিটি নির্বাচনে টিম লিডার হিসেবে থাকতে পারবেন না, আপনারা কী করবেন? এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী ক্যাম্পেইনের বাইরেও আমাদের পার্টির অনেক কাজ আছে। সেটি তারা করবেন। ঘরোয়াভাবে তা করবেন। তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন না। এটি আমাদের দলীয় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি-মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন করতে নিষেধ করেছেন। 

সম্পাদকম লীর সভায় ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। পরে সভা ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। সভায় ৬ মার্চের মধ্যে দলের মেয়াদ উত্তীর্ণ সব জেলার সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়, নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবে।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, শফিকুল আলম নাদেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আয়েশা ওয়াসিকা খান, আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, ড. সেলিম মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, ডা. রোকেয়া সুলতানা, সায়েম খান, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

সর্বশেষ খবর