শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএমের পক্ষে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

ইভিএমের পক্ষে আওয়ামী লীগ

ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পক্ষে রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা ইভিএমের পক্ষে। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। গতকাল রাজধানীর একটি হোটেলে আশুগঞ্জ নদীবন্দরের উন্নয়ন এবং সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। ভারতীয় ঋণচুক্তির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইভিএমের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচনে তা কতটা ব্যবহার হবে না হবে, সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। এখন আর অ্যানালগে থাকার সময় নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ইভিএম পদ্ধতিতেই ইলেকশন পুরোপুরি করবে না আংশিক করবে- এটা আমাদের এখতিয়ারে নেই। এটা ইলেকশন কমিশনের বিষয়।’ তিনি বলেন, নির্বাচন এক দফা পেছানোর পর আর পেছানোর কোনো সুযোগ নেই। আমার মনে হয় নতুন করে নির্বাচনের তারিখ পেছানোর অর্থ হচ্ছে নির্বাচন সম্পর্কে একটা ধোঁয়াশা সৃষ্টি করা। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর