শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিম্নবিত্তের নাভিশ্বাস চরমে পৌঁছাবে মূল্যবৃদ্ধিতে

নিজস্ব প্রতিবেদক

নিম্নবিত্তের নাভিশ্বাস চরমে পৌঁছাবে মূল্যবৃদ্ধিতে

গোলাম রহমান

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, দেশে প্রায় সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। স্বল্প আয়ের মানুষ দিন আনে দিন খায়। এর মধ্যে বিদ্যুৎ-পানির দাম বাড়লে তাদের জীবনযাত্রার ব্যয় স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একটার দাম বাড়লে অন্যগুলোও বেড়ে যাবে। এ মূল্যবৃদ্ধিতে নিম্নবিত্তের নাভিশ্বাস চরমে পৌঁছাবে।

বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় একথা বলেন। তিনি আরও বলেন, সঞ্চয় রেখে মানুষ কিছুটা আয়ের বন্দোবস্ত করত। কিন্তু এখন সঞ্চয়ের সুদের পরিমাণও কমিয়ে দেওয়া হচ্ছে। মধ্যবিত্তের জীবনে বাড়ছে টানাপোড়েন। নিম্নমধ্যবিত্তের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সরকার আয় কমিয়ে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। এতে ভুক্তভোগী হচ্ছে জনগণ। সবচেয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে নিম্নবিত্তের। তাদের এমনিতেই নুন আনতে পান্তা ফুরায়। এ বাড়তি খরচ তাদের ওপর চাপ তৈরি করবে।

গোলাম রহমান বলেন, একসঙ্গে দুটি সেবার দাম বাড়লে তার প্রভাব সব স্তরের মানুষের ওপর পড়বে। শুধু সেবা নয়, সব ধরনের নিত্যপণ্যের ওপরেই পড়বে তার প্রভাব। একবার কোনো পণ্যের দাম বাড়লে তা আর আগের অবস্থায় কখনো ফেরে না। কিছুটা কমিয়ে ওই দামেই বিক্রি অব্যাহত রাখেন ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর