শিরোনাম
রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

চ্যালেঞ্জ নিয়েই খুলছে সবকিছু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে সবকিছু সচল হচ্ছে। খুলছে অফিস-আদালত, ব্যাংক-বীমা। ঘুরবে গাড়ির চাকা, চলবে ট্রেন-লঞ্চ। আকাশে ডানা মেলবে বিমানও। খুলছে ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল। তবে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা ৬৬ দিন ছুটির পর সরকার আজ থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সবকিছু সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে খোলার নির্দেশনা জারি করে ২৮ মে। সরকারের সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটির আবরণে থাকা লকডাউনের আপাত অবসান হচ্ছে। যদিও কয়েক দিন ধরে প্রতিদিনই দেশে করোনার সংক্রমণ বাড়ছে, বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এর মধ্যেই তিন দিন ধরে শুরু হয়েছে ঢাকামুখী মানুষের ঢল। মানুষের এই যাত্রাপথে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দফায় দফায় সেই ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। সব মিলিয়ে টানা ৬৬ দিন ছুটিতে ছিল সারা দেশ। যদিও এই সময়ের মধ্যে ২৬ এপ্রিল থেকে সরকার চলমান ছুটির পাশাপাশি সীমিত আকারে সরকারি গুরুত্বপূর্ণ অফিস ও দপ্তর খোলারও নির্দেশ দেয়। এদিকে আজ থেকে সীমিত আকারে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। গতকাল সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, প্রথমে ১৬টি ট্রেন বিভিন্ন রুটে চলাচল শুরু করবে। ৩ জুন থেকে আরও ২২টি ট্রেন চলাচল শুরু করবে। দূরপাল্লার গণপরিবহনও শুরু হবে আগামীকাল থেকে। ইতিমধ্যে ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পরই গণপরিবহন চলাচল শুরু হবে বলে জানা গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতিমালা অনুসরণ করে আগামীকাল থেকে দেশের আকাশে চলাচল শুরু করবে বিমান। সীমিত পরিসরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। একইভাবে দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের প্রধান মাধ্যম যাত্রিবাহী লঞ্চ চলাচলের বিষয়েও সিদ্ধান্ত আসবে আজ কালের মধ্যেই। ইতিমধ্যে বরিশাল. ঢাকাসহ দেশের বিভিন্ন নদীবন্দরে অবস্থান করা  যাত্রীবাহী লঞ্চ পরিষ্কারপরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। সদরঘাটের ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, রবিবার থেকেই লঞ্চ চলাচল শুরু হবে।

সর্বশেষ খবর