শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাতে দুর্বৃত্তায়ন চলছে

ডা. রশীদ ই মাহবুব

স্বাস্থ্য খাতে দুর্বৃত্তায়ন চলছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. রশীদ ই মাহবুব বলেছেন, করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র উঠে এসেছে। যাদের সার্বিক সমন্বয় করে চিকিৎসার মান এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তারা তদবিরে ব্যস্ত। এই করোনা মহামারীর সময় স্বাস্থ্য খাতে দুর্বৃত্তায়ন চলছে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা চিকিৎসায় সরকার বেসরকারি হাসপাতালকে এগিয়ে আসার কথা বলেছে। রোগী হাসপাতালে যাবে চিকিৎসাসেবা নিতে। হাসপাতালের অনুমোদন আছে কিনা সেটা রোগীর জানার বিষয় নয়। এ বিষয়ে তদারকি করবে স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়। কিন্তু তাদের এই ব্যবস্থাপনায় সমন্বয় নেই। দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের তত্ত্বাবধানের দায়িত্ব একজন পরিচালকের ওপর। এক ব্যক্তি কীভাবে সব হাসপাতাল সামলাবে। কড়া নজরদারির কোনো ব্যবস্থা নেই। এসব অব্যবস্থাপনা-দুর্নীতির সুযোগ নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছে প্রতারক চক্র। করোনা টেস্ট না করে রিপোর্ট দেওয়ার মতো গর্হিত কাজ চলছে অবলীলায়। এই চক্রের প্রত্যেকের মুখোশ উন্মোচন করতে হবে।

সর্বশেষ খবর