শিরোনাম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপির চেয়ে জাপা গ্রহণযোগ্য

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ-বিএনপির চেয়ে জাপা গ্রহণযোগ্য

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি গ্রহণযোগ্য। তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় অন্যায়-অবিচারের বিপক্ষে। গণমানুষের স্বার্থ ও অধিকার সংরক্ষণই জাতীয় পার্টির রাজনীতি। তাই নতুন প্রজন্মের সামনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। গতকাল দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমানের নেতৃত্বে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিরোধীদলীয় উপনেতা এসব কথা বলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হবিগঞ্জ জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জাতীয় পার্টির নেতা আবু বকর খান, সেলিম খান, আফরোজ আফগান তালুকদার, মো. নুর মিয়া প্রমুখ। জি এম কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে টার্গেট রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। যারা দলকে শক্তিশালী করতে কাজ করছেন, দলের প্রতি ত্যাগ আছে, গণমানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে তারাই দলীয় মনোনয়নে অগ্রাধিকার পাবেন। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর