রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিটি শিশুর ২৩ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি শিশুর ২৩ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে প্রতিটি শিশু মাথায় ২৩ হাজার টাকার ওপরে ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। তিনি বলেন, আমাদের অবস্থা এখন জলে কুমির ডাঙায় বাঘের মতো। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার মধ্যে বেকারত্বের হার              বাংলাদেশেই সবচেয়ে বেশি। অথচ সরকার দু-একটা ফ্লাইওভার দেখিয়ে উন্নয়ন দেখাচ্ছে দেশবাসীকে। উন্নয়ন তো হওয়া উচিত মানুষের কর্মসংস্থানের জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল গাজীপুর মহানগরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহানগরের যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদ। রিজভী আহমেদ বলেন, একটি টেলিভিশনের সংবাদে দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে ১ লাখ ৬২ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। পরে সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দেওয়া হয়েছে।

কারণ এ ঘটনাটি প্রচার করলে সরকারের রুই, কাতলা, মৃগেল সব বেরিয়ে পড়বে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নের টাকা জনগণের কাছে যায়নি, গেছে আপনাদের সম্রাট, খালেদ-শামীম, আপনাদের মন্ত্রী-এমপির কাছে। তারা উন্নয়নের টাকা লোপাট করে মালয়েশিয়া, কানাডায় বাড়ি বানিয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনি, হালিমুজ্জামান ননী, মেহেদী হাসান এলিজ, জয়নাল আহমেদ তালুকদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, এমদাদ হোসেন খান, জসিম উদ্দিন বাট, মাহমুদুল হাসান রাজু প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর