মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিঙ্গাপুর আরও ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে

কূটনৈতিক প্রতিবেদক

সিঙ্গাপুরে বিভিন্ন খাতে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর থেকে খবর পেলাম, এর মধ্যে তারা ১০ হাজার অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সিঙ্গাপুরে আমাদের মিশন প্রতিনিধি পাঁচশর অধিক ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে। এটা সুখবর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত আসার মধ্যে সরকার নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিল। আমরা আমাদের মিশনগুলোকে বলেছিলাম, আপনারা আমাদের লোকদের গেইনফুল এমপ্লয়মেন্টের জন্য চেষ্টা করুন। সেটার সুখবর আসছে। সিঙ্গাপুরে যারা কাজ করে, মোটামুটি তাদের অভিযোগ-আপত্তি খুব একটা থাকে না। নতুন করে বাংলাদেশ মিশন স্থাপন করা ইউরোপের দেশ রোমানিয়াতেও আরও ২ হাজার লোকের কর্মসংস্থান হতে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলেছি। সেখানে এর মধ্যে প্রায় ১৪০০ লোক গেছে। কালকে খবর পেলাম সেখানে আরও ২ হাজার লোক নেবে। মুরগি জবাইয়ের কারখানায় এই কর্মসংস্থান হবে জানিয়ে মোমেন বলেন, মজার কথা শুনলাম, ওখানে অনেককে নেবে মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। ওরা জার্মানি, ফ্রান্স এগুলোতে হালাল মাংস পাঠায়। তারা সে ধরনের লোক খুঁজতেছে। এটা খুবই আগ্রহ উদ্দীপক। মহামারী শেষের অপেক্ষায় প্রবাসীকর্মীরা যেন ‘কষ্ট করে’ হলেও বিদেশে থেকে যান, সে আহ্বান রেখেছিলেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব করে চাচ্ছিলাম, আমাদের প্রবাসীরা যেন বিদেশে থাকে। আমি নিজেও ভিডিও মারফত অনুরোধ করেছি, প্রবাসীদের, আল্লাহর ওয়াস্তে এই আপৎকালীন সময়ে পারলে থেকে যান, কষ্ট করে। এরপর সুযোগ আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর