মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

লাইফ সাপোর্টে ইব্রাহিম খালেদ

নিজস্ব প্রতিবেদক

লাইফ সাপোর্টে ইব্রাহিম খালেদ

দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া গণমাধ্যমে বলেছেন, ১৯ ফেব্রুয়ারি থেকে ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং আজ (সোমবার) বিকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এর আগে ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। পরে বিএসএমএমইউতে আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর