বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার সুযোগ নেই

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা ও সমাজের চাহিদা বেশি। জনগণের এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এ জন্য নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। নিজের মধ্যে দৃঢ়প্রত্যয় সৃষ্টি করতে হবে। গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল। জঙ্গি দমনে জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছি। করোনাকালেও পুলিশ জনগণের অফুরন্ত ভালোবাসা পেয়েছে। আমরা এভাবে জনগণের সঙ্গে অসদাচরণ করা থেকে বেরিয়ে আসতে চাই। পেশিশক্তি নয়, ব্যবহার করতে হবে আইনি সক্ষমতা। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, পুলিশ বাহিনীতে এসে কারও অবৈধ উপায়ে অর্থ আয়ের ইচ্ছা থাকলে চাকরি ছেড়ে চলে যান। পুলিশ হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা, সোশ্যাল লিডার।

এখানে আত্মতুষ্টি নয়, আমরা অনেক পথ এসেছি, যেতে হবে বহুদূর। প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে পুলিশ প্রধান বলেন, একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। গুরুত্বের সঙ্গে প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে হবে। প্রসঙ্গত, ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৯৭ জন কর্মকর্তা যোগ দিয়েছেন। এরমধ্যে ৮৫ জন পুরুষ এবং ১২ জন মহিলা কর্মকর্তা রয়েছেন।

সর্বশেষ খবর