শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টাইগারদের নিয়ে আইসিসির মাতামাতি

রানের পাহাড় বাংলাদেশের

বাংলাদেশ প্রথম ইনিংস ৪৭৪/৪- শান্ত ১৬৩, মুমিনুল ১২৭

মেজবাহ্-উল-হক

রানের পাহাড় বাংলাদেশের

শান্ত ও মুমিনুল দুজনই করেছেন সেঞ্চুরি -এএফপি

দুপুরে হঠাৎ বদলে গেল আইসিসির স্যোশাল মিডিয়ার ফ্যানপেজের ছবি। ক্রিকেটের অভিভাবক সংস্থা তাদের ফেসবুক ও টুইটারের ফ্যানপেজের কাভারে দিয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ছবি। দুই টাইগার ব্যাটসম্যান লঙ্কানদের মাটিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে যেন আইসিসিকে ছবি বদলাতে বাধ্যই করেছেন!

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৭৪ রান। শান্ত ১৬৩ এবং মুমিনুল ১২৭। শান্ত আগের দিনই টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি আদায় করে নিয়েছেন। প্রথম দিনের ১২৬ রানের  সঙ্গে গতকাল যোগ করলেন আরও ৩৭ রান। ক্যাপ্টেন মুমিনুল আগের দিনের ৬৪-র সঙ্গে যোগ করেছেন আরও ৬৩। বিদেশের মাটিতে টাইগার অধিনায়কের প্রথম সেঞ্চুরি। এর আগে ক্যারিয়ারের ১০ সেঞ্চুরির ১০টিই ছিল দেশের মাটিতে। এবার বিদেশের মাটিতেও সেঞ্চুরি করে নিজের দাপট দেখালেন মুমিনুল। তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন শান্ত-মুমিনুল মিলে। তারা দুজন মিলে পার্টনারশিপে করেছেন ২৪২ রান। টেস্টে তৃতীয় উইকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। এর আগে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি ছিল ২০১৮ সালে মুমিনুল ও মুশফিকের ২৩৬ রান। সেটিও শ্রীলঙ্কার বিরুদ্ধেই। এছাড়া পাল্লেকেলে স্টেডিয়ামেও তৃতীয় উইকেট জুটির নতুন রেকর্ড এটি। একটুর জন্য আরেকটি রেকর্ড হাতছাড়া হয়ে গেছে তাদের। আর মাত্র ৫টি বল মোকাবিলা করতে পারলেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে জুটিতে সর্বোচ্চ বল ফেস করার নতুন রেকর্ড হতো। এর আগে এই লঙ্কানদের বিরুদ্ধে মুশফিক-আশরাফুল জুটি ৫২১ বল মোকাবিলা করেছিলেন। শান্ত-মুমিনুল মিলে খেলেছেন ৫১৭ বল।  আলোক স্বল্পতার কারণে গতকাল ২৫ ওভার আগেই দিনের খেলা শেষ হয়েছে। সে কারণে আজ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই খেলা শুরু হবে। মুশফিক অপরাজিত রয়েছেন ৪৩ রানে, লিটন দাস ব্যাট করছেন ২৫ রান নিয়ে। এই জুটিতেও এসেছে অপরাজিত ৫০ রান। শ্রীলঙ্কায় বাংলাদেশকে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। আর মাত্র ১৩ রান করতে পারলে পাল্লেকেলেতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি হয়ে যাবে বাংলাদেশের। এই ভেন্যুতে এর আগে ২০১৭ সালে লঙ্কানদের বিরুদ্ধে ৪৮৭ রান করেছিল ভারত। এরপরই বাংলাদেশের ৪৭৪। টানা দুই দিন একাধিপত্য বিস্তার করে টেস্টের লাগাম এখন টাইগারদের হাতে। এই টেস্টের ফল শেষ পর্যন্ত যাই হোক না, আইসিসির ওয়েবসাইট, ফ্যানপেজে চলছে বাংলাদেশকে নিয়ে মাতামাতি -এই প্রাপ্তিটাই বা কম কিসে!

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর