শিরোনাম
সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা
তাসখন্দে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দক্ষ জনশক্তি নিতে কুয়েতকে অনুরোধ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি গ্রহণ করার জন্য কুয়েতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুুল মোমেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহর সঙ্গে গত শুক্রবার  বৈঠককালে আবদুল মোমেন এ অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, উভয় মন্ত্রী ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া : রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের        জন্য তাসখন্দে গিয়েছেন। কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করার বিষয়ে জোর দিয়েছেন আবদুুল মোমেন। এ ছাড়া শান্তিরক্ষা বাহিনী ও দক্ষিণ-দক্ষিণ অর্থায়ন উন্নয়ন ফোরাম গঠনের বিষয়ে কথা বলেন বাংলাদেশের মন্ত্রী। পাশাপাশি কুয়েতের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন। এ ছাড়া কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশের সহায়তা চেয়েছেন সাবাহ। ড. মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য মানবাধিকার কমিশনের প্রস্তাবকে সমর্থন করার জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতা করোনার মহামারী পরিস্থিতির উন্নয়নের পর একে অপরের দেশ সফর করতে ইচ্ছা প্রকাশ করেন।

সর্বশেষ খবর